২০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৪/৩
ঢাকা: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৩৬তম ম্যাচে ‘বি’ গ্রুপ পর্বে আবর আমিরাতের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার ওয়েলিংটনে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন খেলা পর্যন্ত তারা ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে।
মোহাম্মদ নাভিদের বলে সাজঘরে ফিরেছেন হাসিম আমলা। তার সংগ্রহ ১২। ২৬ রান নিয়ে কুইন্টন ডি কুক আমজাদ জাভেদের বলে ও ৪৩ রান করে রিলে রুশো তারেকের বলে সাজঘরে ফেরেন।
বিশ্বকাপে এর আগে নিজেদের পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে শেষ কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়া আরব আমিরাত এ ম্যাচের আগে চার ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: হাসিম আমলা, কুইন্টন ডি কুক, রিলে রশু, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়েন, ভেরন ফিলান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ তৌকির (অধিনায়ক), আমজাদ আলি, আন্দ্রি বেরেনজার, খুররম খান, সাকলাইন হায়দার, স্বপ্নিল পাতিল, আমজাদ জাভেদ, সাইমান আনোয়ার, মোহাম্মাদ নাভেদ, মোহাম্মদ তৌকিদ, ফাহাদ আল হাশিম ও কামরান শাহজাদ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/
নিউজবাংলাদেশ.কম