News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৩, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৯, ১৮ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ার পত্রিকায় ইংল্যান্ডকে নিয়ে ব্যঙ্গ

অস্ট্রেলিয়ার পত্রিকায় ইংল্যান্ডকে নিয়ে ব্যঙ্গ

ঢাকা: ‘ছাইড়্যা দে মা, কাইন্দ্যা বাঁচি’। বাঘের হাত থেকে বাঁচতে সিংহটা হয়ত তাই’ই বলছিলো। আর বলবেই বা না কেন? সারা শরীর বাঘের থাবায় ক্ষতবিক্ষত। সেসব ক্ষতে ব্যান্ডেজ সাঁটা, আর পশুরাজের অহঙ্কারের প্রতীক কেশর ছিন্নভিন্ন। কোনোক্রমে মাঠ ছেড়ে গ্যালারি ঠপকে পালাচ্ছে সিংহরাজ। অথ্যাৎ ইংল্যান্ড দল। কিন্তু মাঠে বীরদর্পে দাঁড়িয়ে থাকা টাইগার লেজ ধরে টেনে রাখায় পালানোর উপায়ও নেই সিংহ বাবাজীর।

হ্যাঁ, অস্ট্রেলিয়ার জনপ্রিয় পত্রিকা ‘হেরাল্ড সান’ ক্রিকেটে বাংলাদেশের বীরত্বগাঁথা নিয়ে প্রকাশ করেছে এমনই এক কার্টুন।

ব্যতিক্রমী এই কার্টুনে দেখানো হয়-- ক্রিকেট মাঠের মধ্যে সিংহের লেজ ধরে চরকির মত ঘোরাচ্ছে এক বাঘ। সিংহের হাতে একটা ব্যাট ধরা থাকলেও বলের আঘাতে তা ফুটো হয়ে গেছে। বাঘের মাথায় রয়েছে বাংলাদেশের, আর আহত সিংহের মাথায় ইংল্যান্ডের ক্যাপ।

মূলত বিশ্বকাপে বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হতাশাজনক পরাজয়ের ঘটনা নিয়ে ‘দি আউট সুইঙ্গার’ শিরোনামে এই কাটুর্নটি প্রকাশ করে হেরাল্ড সান।

প্রসঙ্গত,গত ৯ মার্চ সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলার টাইগাররা। আর বাংলাদেশের কাছে এই পরাজয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে ক্রিকেটের সূতিকাগার ইংল্যান্ডকে। ম্যাচে বাংলাদেশের ছুড়ে দেয়া ২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬০ রানেই গুটিয়ে যায় ইংলিশরা।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়