News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১০, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৯, ১৮ জানুয়ারি ২০২০

মাজিদকে দেশে ফেরত পাঠিয়েছে স্কটল্যান্ড

মাজিদকে দেশে ফেরত পাঠিয়েছে স্কটল্যান্ড

ঢাকা: জাতি-বর্ণ নিয়ে বিতর্কিত টুইট করায় ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে স্কটল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি মাজিদ খানকে।

বুধবার হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৮ রানের হারের ম্যাচে সেরা একাদশে জায়গা না পেয়ে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক ক্ষুদে বার্তায় মাজিদ লিখেছিলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়াটা সবসময় খুব কঠিন একটি বিষয়! #বর্ণ #জাতি”।

অবশ্য খুব দ্রুতই নিজের ভুল বুঝতে পেরে সেই টুইটটি মুছেও ফেলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। ৩২ বছর বয়সী মাজিদ ২০৯টি ম্যাচ খেলে ৬০টি উইকেট শিকার করেন। 

পাকিস্তানি বংশোদ্ভূত এই অলরাউন্ডার স্কটল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে অর্ধশতক করারও কৃতিত্ব দেখান। তিনি ২০০৭ সালের বিশ্বকাপে উদ্বোধনী জুটিতেও নেমেছিলেন।

প্রসঙ্গত, এর আগে ২০০৩ সালের বিশ্বকাপে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় শেন ওয়ার্নকে নিষিদ্ধ করা হয়েছিল এবং দেশে ফেরত পাঠানো হয়। এর চার বছর বাদে উইন্ডিজ বিশ্বকাপে মাতলামি করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়