টেসলার গাড়ি বিক্রি হবে বিটকয়েনে
এখন থেকে বিটকয়েন দিয়ে টেসলার গাড়ি কিনতে পারবেন ক্রেতারা। এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন টেসলার প্রধান ইলন মাস্ক। যেহেতু বিটকয়েনের দাম দ্রুত ওঠানামা করে তাই টেসলার গাড়িগুলোর দামও ওঠানামা করবে।
ক্রিপ্টোকারেন্সির বড় সমর্থক হিসেবে পরিচিত ইলন মাস্ক বিটকয়েনে এ পর্যন্ত ১৫০ কোটি ডলার বিনিয়োগ করেছেন। মাস্কের ওই বিনিয়োগের পরপরই হু হু করে বেড়েছে বিটকয়েনের মূল্য।
টুইটে মাস্ক জানান, বিটকয়েনে লেনদেন তদারকির জন্য নিজস্ব সফটওয়্যার ব্যবহার করবে টেসলা।
বিটকয়েনের প্রতি বর্তমান যে আস্থা সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছেন মাস্ক। টেসলাতে বিটকয়েনে যে লেনদেন হবে তা প্রচলিত মুদ্রায় রূপান্তরিত না করে রেখে দেওয়া হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ১০০ ডলার সমমানের বিটকয়েনে টেসলার কোনো নতুন গাড়ির বুকিং দেওয়া যায়। সামনের মাসগুলোতে বিশ্বের অন্যান্য দেশেও এ সেবা আরও বাড়বে।
ইলন মাস্ক টুইটারের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গত মাসে তিনি প্রচলিত নগদ অর্থের সমালোচনা করে বলেন, এটির সত্যিকার নেতিবাচক উদ্দেশ্য রয়েছে এবং একজন বোকাই কেবল অন্য কোথাও তাকাবে না।
বিটকয়েনে টেসলার বিনিয়োগের পর উবার টেকনোলজি ও টুইটারও বিটকয়েনের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহি বলেন, তারা বিটকয়েনে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেছেন এবং দ্রতই এ প্রস্তাব বাতিল করে দিয়েছেন। তবে ভবিষ্যতে উবারে বিটকয়েনের মাধ্যমে ভাড়া পরিশোধ গ্রহণ করা হতে পারে বলেও জানান তিনি।
সম্প্রতি ডিজিটাল মুদ্রার অন্যতম বড় লেনদেনকারী প্রতিষ্ঠান পেপালসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান অনলাইনে পেমেন্ট ফর্মের সমর্থন পেয়েছে। এতে মুদ্রাটির লেনদেন আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ক্রিপ্টোকারেন্সি নিউজ সাইট কয়েনডেস্কের তথ্য অনুযায়ী, বিটকয়েন এ বছর ২৮ হাজার ৯০০ ডলারে শুরু করেছিল। জানুয়ারির শুরুতে দাম ৪০ হাজার ডলার ছাড়িয়ে যায়। পরে আবার কমে ৩০ হাজারে নামে। এরপর টেসলার বিনিয়োগের কারণে আবারও বাড়তে থাকে দাম। ১৬ ফেব্রুয়ারি ৫০ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করে বিটকয়েন।
নিউজবাংলাদেশ.কম/ডি