সনাতন ধর্মীয় সম্মেলন শুরু
নেত্রকোনা: বাংলাদেশ হরিণাম প্রচার সংঘ ও মানবকল্যাণকামী অনাথালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড়ে ৪২তম সনাতন ধর্মীয় সম্মেলন উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে সম্মেলন উদ্বোধন করেন মানবকল্যাণকামী অনাথালয়ের প্রতিষ্ঠাতা শ্রী নিত্যানন্দ গোস্বামী নয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে অনাথালয়ের সভাপতি অ্যাডভোকেট অজয় সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি মোহন মিয়া, সিরাজগঞ্জের তারাশ উপজেলার হরিণাম প্রচার সংঘের সভাপতি শ্রী রত্নেশ্বর সিংহ, সম্পাদক রিনা রাণী ওড়াওঁ, সিলেট জেলার হরিণাম প্রচার সংঘের সভাপতি ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি শ্রী মদন সরকার, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি বিজয় চৌধুরী, নেত্রকোনা জেলা কমিটির সভাপতি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, সাংবাদিক নিতাই চন্দ্র সাহা, নির্মলেন্দু সরকার বাবুল, ধ্রুব সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনাথ শিশুরা ধর্মীয় সঙ্গীত পরিবেশন করে। তিনদিন ব্যাপী এ সম্মেলনে ভক্তিমূলক গান, দীক্ষাদান, অধিবাস কীর্তন, হরিণাম মহাযজ্ঞ, মহোৎসব, কবি সম্মেলন, বাউল গান এবং রামমঙ্গল পরিবেশন করা হবে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম