News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৩, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১২:১২, ১৮ জানুয়ারি ২০২০

নাটোরে গঙ্গা স্নান উৎসব শুরু

নাটোরে গঙ্গা স্নান উৎসব শুরু

নাটোর: হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহণে নাটোরে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের বারুনী গঙ্গা স্লান উৎসব। সদর উপজেলার গদাই নদীর বাকসোর ঘাট এলাকায় বুধবার সকাল থেকে এ পূণ্যস্নান শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত।

প্রতিবছর দোল পূর্ণিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। পাপ থেকে মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকেই হাজার হাজার পূণ্যার্থী বাকসোর ঘাটে ভীড় করে। পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় স্নান ও পূজা শেষে পরম শান্তিতে তারা আবার ফিরে যায় সংসার জীবনে। এছাড়া রাতে আয়োজন করা হয় কালী পূজা। গঙ্গা স্নান উৎসব উপলক্ষে বাকসোর ঘাট এলাকাজুড়ে নানা রকমের পসরা নিয়ে মেলা বসেছে।

নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়