News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২০, ১৫ ডিসেম্বর ২০২৪

গ্রেপ্তার এড়াতে তাহেরির পলায়ন, পুলিশের গাড়ি ভাঙ্গচুর

গ্রেপ্তার এড়াতে তাহেরির পলায়ন, পুলিশের গাড়ি ভাঙ্গচুর

আখাউড়ায় পুলিশের মাথা ফটানোর মামলায় আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে বিজয়নগরের মাহফিলে যায় পুলিশ। কিন্তু গ্রেপ্তার এড়াতে মাহফিলের স্টেজ থেকে তাহেরি একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে বিল দিয়ে পালিয়ে যান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান।

ওসি রওশন আলী বলেন, তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় ‘পুলিশের ওপর হামলার’ একটি মামলা রয়েছে। শনিবার বিজয়নগরে ‘বিনা অনুমতিতে’ গিয়াস উদ্দিন আত তাহেরির মাহফিলের আয়োজন করা হয়েছিল।

“খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান। তার ভক্তরা তখন পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।”

পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে ভক্তরা হামলা করে এক এসআইয়ের মাথা ফাটিয়ে দেয়।

মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ উঠে। ওই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নামে মামলা করে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়