News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫১, ২৪ মে ২০২০
আপডেট: ১০:২৭, ২৪ মে ২০২০

মসজিদে ঈদের নামাজ পড়ার আহ্বান ধর্মপ্রতিমন্ত্রীর

মসজিদে ঈদের নামাজ পড়ার আহ্বান ধর্মপ্রতিমন্ত্রীর

 

করোনা ভাইরাসের কারণে আমাদের দেশটাও সংক্রমণের দিক দিয়ে অতিমাত্রায় সংক্রমিত হয়ে যাচ্ছে জানিয়ে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঈদ-উল-ফিতরের নামাজ মসজিদে পড়ার অনুরোধ জানিয়েছেন। 

এবার ঈদের জামাত ঈদগাহে না করে মসজিদে করার অনুরোধ করে গত ১৪ মে নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

ঈদের আগের দিন এক ভিডিওবার্তায় সেই নির্দেশনা স্মরণ করে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপারে সারাদেশটা কিন্তু মরণব্যাধি ঝুঁকির মধ্যে আবদ্ধ। সারা বিশ্বের মতো আমাদের দেশটাও কিন্তু সংক্রমণের দিক দিয়ে অতিমাত্রায় সংক্রমিত হয়ে যাচ্ছে।

'এক্ষেত্রে ঈদের নামাজ পড়ার জন্য কোনো খোলা ময়দান বা ঈদগাহে নামাজ না পড়ার জন্য আমরা সমস্ত আলেম-ওলামাদের মতামত নিয়ে দেশবাসীকে আবেদন জানিয়েছি যে, ঈদের নামাজ যার যার নিকটস্থ মসজিদে আদায় করার জন্য। কিছু শর্তসাপেক্ষে মুসল্লিদের আমরা অনুরোধ জানিয়েছি, আশা করি সেভাবে ঈদের জামাত হবে।'

প্রতিমন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে কখনই খোলা মাঠে ঈদের জামাত হয় না। কোনো যুক্তিসঙ্গত ওজর থাকলে শরিয়তেই বিধান আছে যে কোনো খোলা ময়দানে না পড়ে নিজ নিজ মসজিদে বা যেকোনো জায়গাতেই পড়া যেতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়