পরস্পরকে রাঙিয়ে পালিত হলো দোলযাত্রা
বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সনাতন বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা পালিত হয়েছে। এদিন সকাল থেকে এ উৎসব শুরু হয়ে চলেছে বিকেল পর্যন্ত।
পরস্পরকে রঙয়ের আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করেন সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকেরা । ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় দোলযাত্রা ।
তাঁতিবাজার, শাঁখারীবাজার, লক্ষ্মীবাজার, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে এ উৎসব উদযাপিত হয়।
দোলযাত্রা উৎসবটি অনেকের কাছে বৈষ্ণব হিন্দুদের প্রধান উৎসব হিসেবে গণ্য হোলি উৎসবটির সঙ্গে সম্পর্কযুক্ত। ।
পার্শবর্তী দেশ ভারতের বিভিন্ন স্থানে দোলযাত্রা’র অপর নাম বসন্তোৎসব।
শ্রীকৃষ্ণ, বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে আবির ও রঙ গুলিয়ে নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন।
সে ঘটনা থেকেই দোল উৎসবের উৎপত্তি বলে সনাতন হিন্দুদের বিশ্বাস । তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও রঙ গুলিয়ে তাতে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনসহ শোভাযাত্রা বের করা হয় দোলযাত্রার দিন। পরে ভক্তরা আবির ও রঙ গুলিয়ে নিয়ে পরস্পর রং খেলায় মাতেন।
বিশেষ নৃত্যগীতের মাধ্যমে শান্তিনিকেতনে বসন্তোৎসব উদযাপনের রীতি রবীন্দ্রনাথ
ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলের আগের দিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্ন্যুৎসবের আয়োজন করা হয় এখানে।
অবশ্য উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন উদযাপিত হয়।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম