News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৩, ১১ মার্চ ২০১৫
আপডেট: ১৮:০১, ৬ ফেব্রুয়ারি ২০২০

কালীগঞ্জে ৩ দিনব্যাপী দোল উৎসব শুরু

কালীগঞ্জে ৩ দিনব্যাপী দোল উৎসব শুরু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও ৩ দিনব্যাপী শুরু হয়েছে দোল উৎসব । উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর শ্রী শ্রী কৃষ্ণ বলরাম সার্বজনীন দেব মন্দির প্রাঙ্গনে  এ দোল উৎসব শুরু হয়েছে। অনেকে এটিকে দোল মেলাও বলে থাকেন।

হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছরের ফাল্গুন মাসের ২৭ তারিখ  দোল উৎসবের আয়োজন করেন। ব্যাপক জাকজমকভাবে পালিত হয়  এ উৎসব ।

এবারও এর ব্যতিক্রম নেই। দোল উৎসবকে কেন্দ্র করে সেখানে রকমারি পন্যের দোকান-পাট, নাগর দোলাসহ করা হয়েছে নান আয়োজন।

এ দোল উৎসব চলবে বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।

কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটন জানান, “প্রতি বছর বলরামপুর শান্তিপূর্ণভাবে কৃষ্ণ বলরাম সার্বজনীন দেব মন্দির প্রাঙ্গনে দোল উৎসব হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও এ উৎসব চলবে।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়