News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৯, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

নির্বাচনের ব্যবস্থা করবে আসল বিএনপি!

নির্বাচনের ব্যবস্থা করবে আসল বিএনপি!

ঢাকা: এ বছরের শেষদিকে ভোট না ভাত, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে। ভোটের পক্ষে যদি সমর্থন পড়ে তবে সরকারকে আগামী বছর একটি মধ্যবর্তী নির্বাচন দেয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাতে হবে। একথা বলেছেন বিএনপি রাজনীতির ক্রান্তিকালীন মুখপাত্র কামরুল হাসান নাসিম।
 

নাসিম জানান, আর যদি ভাত জিতে যায় তবে ২০১৯ সাল পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টারস ইউনিটি মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ জানুয়ারি খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকরা খালেদার কাছ থেকে অবরোধ কর্মসূচি জোর করে আদায় করে নিয়েছে।

তিনি আরো বলেন, গাড়ি থেকে নামার মতো পরিবেশে তখন খালেদা জিয়া ছিলেন না। আপনারা জোর করে তার কাছ থেকে কর্মসূচি আদায় করে নিয়েছেন।

কামরুল হাসান নাসিম আরো জানান, আর এ কারণেই অবরোধ কর্মসূচি থেকে এখন আর পেছনে ফিরতে পারবেন না অবৈধ এ নেত্রী। বিবৃতি আসছে অজ্ঞাত স্থান থেকে, আর আপনারা সেগুলো প্রচার করছেন।

উল্ল্যেখ, চলমান রাজনৈতিক সংকট উত্তরণে কার্যকরী প্রস্তাবনা শিরোনামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় নাসিম ভোট না ভাত, এমন বিষয়কে সামনে রেখে গণভোট আয়োজনের আহবান জানান।

আসল বিএনপির এ মুখপাত্র চলমান নাশকতা ঠেকাতে সারাদেশে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের প্রস্তাব জানায়। তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চলমান নাশকতার মাস্টারমাইন্ড চিহ্নিত করে তাদেরকে আইন-শৃঙখলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

আসল বিএনপির পরিচয়ে ১৫-২০ জন নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে নাসিম বিএনপির সাবেক দুই নেতার সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপিকে মুসলিম লীগ করার চেষ্টা বরদাশত করা হবে না।

উল্লেখ্য, ১০ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা রয়েছে আসল বিএনপির।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়