খোকনকে ফেরত দিন, নইলে অনশন: স্ত্রী ইসরাত
ঢাকা: ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনের স্ত্রী শাহ ইসরাত আজমেরি তার স্বামীর খোঁজ চেয়েছেন। অন্যথায় জাতীয় প্রেসক্লাবে আমরণ অনশন করার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার আদাবর নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ইসরাত বলেন, “গত বৃহস্পতিবার রাত তিনটায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৭/৮জন লোক খোকনকে তুলে নিয়ে যায়। শুক্র ও শনিবার বিভিন্ন জায়গায় খোঁজ করলে আইনশৃঙ্খলা বাহিনী কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করে।”
ইসরাত বলেন, “৭ মার্চ রাতে আদাবর থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা নেয়নি, বাধ্য হয়ে নিখোঁজ ডায়েরি করি।”
তিনি দাবি করেন, “খোকন জাতীয় পর্যায়ের ছাত্রনেতা। অভিজাত পরিবারের সন্তান। বোমা মারার রাজনীতি তিনি করেন না। র্যাবের মিডিয়া পরিচালক অতি উৎসাহে তার স্বামীকে বোমাবাজ বানিয়েছেন। এটি মিথ্যা ও বানোয়াট। নারায়ণগঞ্জে র্যাবের সেভেন মার্ডারের কথা কেউ ভুলে যায়নি। তাই তাদের কথা কেউ বিশ্বাস করে না।”
খোকনের অপরাধ থাকলে তাকে আদালতে হাজির করার অনুরোধ করে তিনি বলেন, “আইনে যে বিচার হবে তা আমি, খোকনের পরিবার বা বিএনপি মেনে নেবে। অন্যথায় আমি আমার সন্তানদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করবো।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম