News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৩, ৯ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৩৬, ১ মার্চ ২০২০

গুলশান কার্যালয়ের ময়লা পরীক্ষা করল পুলিশ

গুলশান কার্যালয়ের ময়লা পরীক্ষা করল পুলিশ

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের ময়লা-আর্বজনা “পরীক্ষা” করে তালিকা করেছে পুলিশ।

সোমবার দুপুরে কার্যালয়ের ভেতর থেকে আনা ময়লা আবর্জনা পরীক্ষা করে পুলিশ। গুলশান থানার ওসি রফিকের নেতৃত্বে এসব ময়লা নিয়ে যাবার আগে তা পরীক্ষা নিরীক্ষা করা হয়।

কার্যালয়ের পাশে ফুটপাতের ওপর রেখে দেয়া এসব ময়লার মধ্যে কি কি আবর্জনা আছে তার একটি তালিকা করেও নিয়ে যায় পুলিশ। এসব আবর্জনার মধ্যে রয়েছে- খালি পানির বোতল, প্লাস্টিকের পরিত্যাক্ত খাবারের পাত্র, ব্যবহৃত মশক নিধন ক্যান, ভাঙ্গা চেয়ার, কাগজপত্র, ফুলের টব, শুকিয়ে যাওয়া ফুলের গাছসহ অন্যান্য আবর্জনা। কার্যালয় থেকে সিটি করপোরেশনের পরিছন্ন কর্মীদের বস্তাবন্দী করে আনা এসব আবর্জনা পুলিশ খুলে দেখে তারপর তালিকা করে নিয়ে চলে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, “ইতোপূর্বে আদালতে এ কার্যালয় তল্লাশির নির্দেশ রয়েছে। যাতে বলা হয়েছে এ কার্যালয়ে বিস্ফোরক দ্রব্য মজুদ থাকতে পারে। এজন্য আমরা ময়লা পরীক্ষা করে দেখেছি।”

তবে এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম কোন মন্তব্য করেন নি।

খালেদা জিয়ার মিডিয়া ইউং সদস্য শায়রুল কবির খান বলেন, “দীর্ঘদিন কার্যালয় ঘিরে রাখায় নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার কার হয়না। আজ সিটি করপেরোশনের লোকদের ডেকে এনে এসব ময়লা নিয়ে যেতে বলা হয়।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়