‘সন্ত্রাসের মুখে’ দাবি মানবে না আওয়ামী লীগ
বিএনপি জোটের দাবি না মানার পক্ষে অবস্থান জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, সন্ত্রাসী কার্যক্রমের মুখে মানা হলে তা বাজে উদাহরণ হয়ে থাকবে।
২০ দলের লাগাতার অবরোধের ৩৪ দিনের মাথায় সোমবার এক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোট লাগাতার অবরোধ চালিয়ে যাচ্ছে, যাতে নাশকতায় অর্ধ শতাধিক মানুষ ইতোমধ্যে নিহত হয়েছেন।
বিরোধী জোটের অসাংবিধানিক দাবির কাছে নতি স্বীকারে নারাজ আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ বলেন, “টানা অবরোধের নামে সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় হলে তা বাজে উদাহরণ হয়ে থাকবে।
“পৃথিবীর সভ্য কোনো দেশে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কোনো দাবি আদায় করা যায়নি ।বাংলাদেশেও এটা সম্ভব নয়।”
নিউজবাংলাদেশ.কম