হরতাল সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। রোববার সকালে নিউ মার্কেট, বিমান বন্দর, রামপুরা, যাত্রাবাড়ি ও পল্লবীসহ বিভিন্ন স্থানে তারা মিছিল করে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এ কথা জানায়। অন্যদিকে দলের হবিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিমের বাড়িতে আওয়ামী সন্ত্রাসী সোনাই মিয়া ও মোহাম্মদ আলীর নেতৃত্বে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালের সমর্থনে সকাল ৯ টায় নিউ মার্কেট এলাকায় মো. হাসান মৃধা, বাবুল, জাহাঙ্গীর ও জহিরুল ইসলামের নেতৃত্বে নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক দল মিছিল বের করে। অন্যদিকে দলের বিমান বন্দর থানার দক্ষিণ খান ইউনিয়নের ইসহাক সরকারের নেতৃত্বে সকাল ১০ টায় মিছিল বের করা হয়। এছাড়া রামপুরা, যাত্রাবাড়ি ও পল্লবীসহ বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে মিছিল করে তারা।
এদিকে দলের হবিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিমের বাড়িতে আওয়ামী সন্ত্রাসী সোনাই মিয়া ও মোহাম্মদ আলীর নেতৃত্বে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব উন নবী খান সোহেল,সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।
তারা বলেছেন, সন্ত্রাসীরা হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে যে তান্ডবলীলা চালিয়েছে তা মধ্য যুগীয় বর্বরতাকেও হার মানায়। আওয়ামী সন্ত্রাসীরা শুধু সেলিমের বাড়িতে হামলা, ভাংচুর করেই ক্ষান্ত হয়নি, সেলিমের চাচা ইউনুস মিয়া ও তার চাচাতো ভাই কবিরের বড়িতেও ভাংচুর ও তান্ডবলীলা চালায়।
এসব হামলার নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামাল, বেপরোয়া ও গণবিচ্ছিন্ন সরকার নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনকে দমন ও নেতা-কর্মীদের মধ্যে ভীতি সঞ্চারের জন্য স্বেচ্ছাসবক দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, যৌথবাহিনী দিয়ে গণ গ্রেফতার, হামলা, নির্যাতন, ভাংচুরসহ বিভিন্ন তান্ডবলীলা চালাচ্ছে। অবিলম্বে, এনামুল হক সেলিম, তার চাচা ইউনুস মিয়া ও তার চাচাতো ভাই কবিরের বাড়িতে হামলাকারী সন্ত্রাসী সোনাই মিয়া ও মোহাম্মদ আলীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
বিজ্ঞপ্তিতে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, জনতার আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে, আপনারা এখন জনগণের উপর অত্যাচার, জনগণের সম্পদ ধ্বংস করাসহ যৌথবাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরে লেলিয়ে দিয়ে যেসব কূকর্ম করাচ্ছেন তার জন্য আপনাদের অবশ্যই জনগণের কাছে জবাবদিহি ও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই
নিউজবাংলাদেশ.কম