News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৯, ৭ মার্চ ২০১৫
আপডেট: ১০:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০২০

জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন এরশাদ

জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন এরশাদ

ঢাকা : পরস্পর বিরোধী দুটি দলের মারমুখি আচরনে দেশ আজ চরম অচলাবস্থার সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সাল চিশতী।

তিনি বলেন, “দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। একমাত্র পল্লীবন্ধু এরশাদ এই অচলাবস্থা থেকে দেশ ও জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন।”

শনিবার বনানীস্থ জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর (উত্তর) শাখার বৃহত্তর গুলশানের ৬ থানার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতি’র কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূইয়া বলেন, “দুটি দলের কাছে দেশবাসী আজ জিম্মী হয়ে পড়েছে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার মাধ্যমে আগামী নির্বাচনে পল্লীবন্ধু এরশাদ এর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করে দেশ ও জাতিকে অপরাজনীতির হাত থেকে মুক্ত করতে হবে।”

জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর (উত্তর) এর যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহির এর সভাপতিত্বে  জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খাঁন, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর (উত্তর) এর আহবায়ক ফজলুল হক ফজলু, সুমন আশরাফ, ডা. সৈয়দ আবুল কাশেম, মিজানুর রহমান দুলাল, শেখ সারোয়ার হোসেন, নাসির উদ্দিন হাওলাদার নাসিম, কাজী শামছুল ইসলাম রঞ্জন, শহিদুল ইসলাম সোহেল, আবুল কালাম আজাদ টুলু, সালাউদ্দিন বাচ্চু প্রমূখ নেতৃবৃন্দ কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়