News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৯, ৭ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫৬, ২৩ জানুয়ারি ২০২০

মোসাদ্দেক আলীর মুক্তি দাবি

মোসাদ্দেক আলীর মুক্তি দাবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলীর নিঃমর্ত মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মোসাদ্দেক আলী (ফালু) মুক্তি পরিষদের আয়োজনে আলোচনা সভায় তিনি দাবি করেন।

তিনি বলেন, “এই দেশে ১৬ কোটি মানুষ আমরা বাস করি। সবাই একই পর্যায়ের নয়। সবাই আমরা জানি তার মধ্যে ভিন্ন ভিন্ন পর্যায় রয়েছে। তার মধ্যে মোসাদ্দেক আলী প্রথম পর্যায়ের বলে আমি মনে করি। কোনো রকম শর্ত ছাড়া, তার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই।”

এমাজউদ্দিন বলেন, “আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। আমরা সুরুচিবোধ সম্পন্ন নই। এক দল আরেক দলকে শত্রু হিসেবে দেখে অর্থাৎ শত্রু, শত্রুকে ধ্বংস করতে চায়।”

এমাজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- কবি, সাংবাদিক, লেখক আব্দুল হাই শিকদার, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ড. জিন্নাতুল নেছার তাহমিদা বেগম, প্রেস ক্লাবের সেক্রেটারি আব্দাল আহমেদ, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ড. রফিকুল ইসলাম বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ বিল্লাহ, অভিনেতা মাজনুন মিজান, নাট্যনির্মাতা শাখাওয়াত রনি প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়