‘এ অবস্থা রাষ্ট্রের জন্য হুমকি’
ঢাকা : সরকারের ব্যর্থতার কারণে দিন দিন বিদেশিদের হস্তক্ষেপ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্য চরম হুমকি। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশ জ্বলন্ত অগ্নিগর্ভে নিপতিত হলেও সরকারের ভ্রুক্ষেপ নেই। অথচ দেশের সাধারণ মানুষ এখন চরম অস্থির ও উদ্বিগ্ন। দেশের প্রধান দুটি জোটের রাজনৈতিক বিবাদে যে অচলাবস্থা বিরাজ করছে তা প্রত্যেকটি নাগরিককে ভাবিয়ে তুললেও সরকার তা বুঝতে চাচ্ছে না।
তিনি জানান, দেশবাসী এ সঙ্কটের শান্তিপূর্ণ উত্তরণ চায়। অথচ উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমান্বয়ে আরো জটিল হচ্ছে। তিনি রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকার ও বিরোধী দলকে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
নিউজ বাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম