রাজধানীতে জামায়াতের মিছিল
ঢাকা: ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে ‘গ্রেফতারের ষড়যন্ত্রের’ প্রতিবাদে এবং অবৈধ সরকারের পদত্যাগ ও অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের পাশাপাশি সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘আ.লীগ জোর জবরদস্তি করে দেশ শাসন করতে চাচ্ছে। তারা মানুষের মৌলিক অধিকার পূরণের পরিবর্তে জনপীড়নের মাধ্যমে ক্ষমতা টিকে থাকতে নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতা অচিরেই তাদের সেই স্বপ্নসাধ গুড়িয়ে দিয়ে জনগণের সরকার কায়েম করবে ইনশাআল্লাহ।’
সরকারবিরোধী চলমান অবরোধের সমর্থনে শনিবার সকাল সাতটায় যাত্রাবাড়ী কলেজ রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জামায়াত নেতা নিজামূল হক, আশরাফ আলী হাওলাদার, লোকমান আলি, নাসির উদ্দিন, ওমর ফারুক, দেলোয়ার হোসেন প্রমুখ।
একই সময়ে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি (পশ্চিম) থানা। এ মিছিলের নেতৃত্ব দেন জামায়াত নেতা মোহাম্মদ হোসেন, মহসিন আলি, আবুল কাসেম, রিয়াজউদ্দিন, হীরা প্রমুখ।
এছাড়া সকাল সাড়ে সাতটায় শ্যামপুর লালমসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী শ্যামপুর ও কদমতলী (পশ্চিম) থানা। ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জামায়াত নেতা এন আহমাদ, মহিউদ্দিন, শামসুদ্দিন, আবুল কাসেম ভূইয়া, ফরিদ হোসাইন প্রমুখ।
অপরদিকে পল্লবী ২নং ওয়ার্ডের জামায়াতকর্মী জাহিদকে শনিবার ফজর নামাজের সময় তার পল্লবীর বাসা থেকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি।
নিউজবাংলাদেশ.কম/আরআর/ এফএ
নিউজবাংলাদেশ.কম