News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৮, ৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৫৫, ১ মার্চ ২০২০

‘চলমান আন্দোলন অব্যাহত থাকবে’

‘চলমান আন্দোলন অব্যাহত থাকবে’

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। এ আন্দোলনের মাধ্যমে ব্যর্থ ও অকার্যকর সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান জানান, বর্তমান সরকার জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এ সরকারের অত্যাচার-নির্যাতন থেকে দেশের শান্তিকামী জনগণ মুক্তি চায়।

তিনি বলেন, জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জীবনবাজি রেখে আন্দোলন করছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ মানুষের বাঁচার অধিকার আদায়ের জন্য ২০ দলীয় জোটের নেতৃত্বে জনগণ আন্দোলন করছে।

বিবৃতিতে আরো জানানো হয়, সরকার সাড়ে ১৬ কোটি মানুষকে জিম্মি করে জাতির ঘাড়ে অবৈধ শাসন চাপিয়ে দিয়েছে। সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও ক্যাডার বাহিনী গ্রামে-গঞ্জে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের অন্যায়ভাবে হত্যা করছে। বাড়িঘরে হামলা চালাচ্ছে। ভাঙচুর ও লুটতরাজ করছে।

শফিকুর রহমান আরো বলেন, সরকার নিজের সন্ত্রাসী চরিত্র আড়াল করার জন্য ২০ দলীয় জোটের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। দেশবাসী বুঝতে পারছে, সরকারই সন্ত্রাস-নাশকতা চালাচ্ছে। ২০ দলীয় জোটের সাথে এর কোনো সম্পর্ক নেই।

ডা, শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার আজও রাজধানী ও বিভিন্ন জেলা থেকে ২০ দলীয় জোটের প্রায় দেড় শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। চলমান আন্দোন চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগে বাধ্য করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।  

নিউজ বাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়