৭ মার্চ জনসভার জন্য প্রস্তুত আওয়ামী লীগ
ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এর আগে মঙ্গলবার আওয়ামী লীগের পক্ষ থেকে ১৪ দলের সমাবেশ করার কথা বলা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে অঙ্গ সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। এ জন্য এরই মধ্যেই দলের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোসহ ঢাকার আশেপাশের প্রতিটি জেলা কমিটির সঙ্গে বৈঠক করে দলটির কেন্দ্রীয় নেতারা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
কর্মসূচি অনুযায়ী, ৭ মার্চ বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি উদযাপন উপলক্ষে ৭ মার্চ ভোর সাড়ে ৬টায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।
আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশের সব রাস্তা এসে মিলিত হয়েছিল তৎকালীন রেসকোর্স ময়দানে, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে। এবারের সমাবেশেও ব্যাপক জনসমাগমের জন্য দলের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসআই/এফই
নিউজবাংলাদেশ.কম