নাটোর ও বগুড়ায় দুই যুবলীগ নেতা খুন
জেলা সংবাদদাতা: নাটোর ও বগুড়ায় দুটি পৃথক ঘটনায় দুই যুবলীগ নেতা খুন হয়েছেন। হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতারা হলেন- নাটোর দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজ শিকদার এবং বগুড়ার সাবগ্রাম ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুজ্জামান মানিক। দুর্বত্তদের হামলায় তারা নিহত হন বলে জানা যায়।
নাটোর হত্যাকাণ্ডের বিষয়ে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় সিরাজ শিকদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নাটোর শহরের ডোমপাড়া মাঠের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফুলবাগান ঝাউতলা এলাকায় মাদারের গানকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সিরাজ শিকদারের ভাই শাহতাব শিকদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এসময় সিরাজ শিকদার ভাইকে রক্ষার জন্য এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। নাটোর পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, দায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আজ রাত নটায় বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগ নেতা মনিরুজ্জামান মানিক খুন হয়েছেন। প্রতিপক্ষের হামলায় তিনি ছুরিকাহত হন বলে জানা যায়।
পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত পৌনে নটার দিকে বগুড়া গাবতলী সড়কের সাবগ্রাম এলাকায় প্রতিপক্ষের হামলায় ছুরিকাহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল জানান, নিহত মানিক সাবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি স্থানীয় যুবলীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম