News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৪, ৫ মার্চ ২০১৫
আপডেট: ০২:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি ৭ মার্চ

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি ৭ মার্চ

ঢাকা: আগামী ৭ মার্চ শনিবার সারাদেশের সকল থানা, উপজেলা, জেলা ও মহানগরীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করেছে।

 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।

 

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আদালতে দলীয় বিচারপতি নিয়োগ দিয়ে এরই মধ্যে কোর্টকে মুজিব কোর্টে পরিণত করেছে। এই মুজিব কোর্টের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় এদেশের জনগণ মানে না, মানবে না। যদি খালেদা জিয়াকে গ্রেফতারের পায়তারা করা হয় তাহলে সারাদেশে যে আগুন জ্বলবে তাতে পুড়ে এ সরকার ছাড়খার হয়ে যাবে।

 

এদিকে একই দাবিতে আজ মিরপুরে নাসিম হায়দার, সিজু, জুয়েল ও জিন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

 

মিছিল থেকে মিরপুর থানা ম্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিরু ও তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। মিরু ও তুহিনসহ সারাদেশে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবক দল।

 

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়