সঙ্কট নিরসনে সরকারকেই ভূমিকা নিতে হবে
ঢাকা: চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকারকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে, বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিন মুফতি ফয়জুল করিম।
বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সভায় তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করিম বলেন, “দেশ এক জ্বলন্ত অগ্নিগর্ভে নিপতিত। দেশের সাধারণ নাগরিক চরম অস্থির ও উদ্বিগ্ন। দেশবাসী এ সঙ্কটের শান্তিপূর্ণ উত্তরণ চায়, এ পরিস্থিতি থেকে নিস্কৃতি চায়। এজন্য সরকারকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে।”
তিনি বলেন, “দুই দলের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমান্বয়ে আরও জটিল হচ্ছে। এ অবস্থা কারও জন্যই কল্যাণকর নয়। সঙ্কট সমাধানে সংলাপের বিকল্প নেই। কেউ এ উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন- দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, আমিরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম