সহিংসতার সিডি কূটনীতিকদের দিলেন খালেদা
ঢাকা: দেশজুড়ে চলমান ‘সরকারি সহিংসতার’ ভিডিও ক্লিপস এবং পেপার কাটিং কূটনীতিকদের হাতে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে তিনি ৯ দেশের কূটনীতিকদের হাতে এসব তুলে দেন। তারা বেগম জিয়ার সঙ্গে প্রায় ২ ঘণ্টা বৈঠক করেন। বৈঠক সূত্রে একথা জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় কূটনীতিকরা চলমান সহিংসতা বন্ধের ওপর জোর দেন। এছাড়া দেশের মানবাধিকার পরিস্থিতি, অর্থনীতি, বিচার বহির্ভূত হত্যা, গুম, দেশের স্থিতিশীলতা গণতন্ত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হয়।
সূত্র আরও জানায়, বিরোধী দলের আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতা হচ্ছে। তা বন্ধ করার আহ্বান জানানো হয় কূটনীতিকদের পক্ষ থেকে। এ সময় খালেদা জিয়া চলমান সহিংসতার জন্য সরকারকে দায়ি করে কূটনীতিকদের বলেন, “এ সরকার অবৈধ। গত ৫ জানুয়ারির নির্বাচনকে কোন দেশ স্বীকৃতি দেয়নি। এই সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য বিরোধী দলের চলমান আন্দোলনকে যে কোনো ভাবে দমন করতে চায়। সেজন্য সরকারি লোকজন নিজেরা সহিংসতা করে আমাদের ওপর দোষ চাপাতে চাইছে। সরকারি লোকজন যে সহিংসতা করছে এইসব ভিডিও ক্লিপস এবং পেপার কাটিং তাই বলে।”
এছাড়া সরকারি দলের পক্ষ থেকে কূটনীতিকদের বলা হয়েছে, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। কোনো আন্দোলন হচ্ছে না। সরকারের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি বলেছে, এসব মিথ্যা কথা। একটু খোঁজ নিলেই তা পরিষ্কার জানা যাবে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বৈঠকের বিষয়ে কিছু না বলতে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া খালেদা জিয়ার আদালতে আত্নসমর্পণের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
বৈঠকে কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জারবেন ডি জং, তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলু, ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফশ ও কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনার ড্যানিয়েল লুৎফি।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে
নিউজবাংলাদেশ.কম