‘অবরোধ প্রত্যাহারের অনুরোধ করতে এসেছিলাম’
নিউজ বাংলাদেশ রিপোর্ট
দেশের মানুষের শান্তির জন্য হরতাল অবরোধ-প্রত্যাহারের জন্য অনুরোধ নিয়ে আসলেও আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নেই বলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বঙ্গবীর কাদের সিদ্দীকির সহধর্মীনি।
হরতালমুক্ত শুক্রবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে আসেন তিনি। তার সঙ্গে ছিলেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দীকিসহ ১১ সদস্যের একটি প্রতিনিধি দল।
গুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত গোয়েন্দা পুলিশ রেজিস্টার খাতায় তাদের নাম এন্টি্র করেন। এরপর তারা ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করতে থাকেন। ২০ মিনিট পর দায়িত্বপালনরত আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে তাদের জানানো হয়-- ভেতরে যাবার অনুমতি নেই।
ফিরে যাবার আগে কাদের সিদ্দিকীর স্ত্রী সাংবাদিকদের বলেন, “আমি দেশের মানুষের শান্তির জন্য হরতাল-অবরোধ প্রত্যাহারের জন্য অনুরোধ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলোম। দলের পরিচয় দেবার পরও এখানে দায়িত্বপালনরত আইণশৃঙ্কলা বাহিনীর সিনিয়র কর্মকর্তা বলেছেন, ভেতরে যাবার জন্য উপরের অনুমতি নেই। তাই চলে যাচ্ছি।”
এরপর তিনি সঙ্গীদের নিয়ে স্থান ত্যাগ করেন।
একে/
নিউজবাংলাদেশ.কম