রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বাড়ানোর আহ্বান
ঢাকা: দেশব্যাপী চলমান সংহিসতা নিরসনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত গ্রেগ এ উইলকক।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান। প্রতিনিধি দলের পক্ষ থেকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকেট ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, জাপান ও তুরস্কের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
উইলকক জানান, চলমান অস্থিরতা নিরসনে ১ মার্চ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে তারই ধারাবাহিকতার অংশ হিসেবে এ বৈঠক হয়েছে। চলমান সংহিসতা বন্ধের বিষয়ে আগে আমাদের যে অবস্থান ছিলো আজকের বৈঠকে সেটেই আমরা পুর্নব্যক্ত করেছি।
বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, স্থিতিশীলতা ও উন্নতির জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরস্পরের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মার্কিন রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিরা তার কার্যালয়ে প্রবেশ করেন। পরে রাত ৮টা ৩৫ মিনিটে কূটনীতিকরা কার্যালয় ত্যাগ করেন। বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ূম উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম