খালেদার কার্যালয়ে ৯ দেশের কূটনীতিক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকেট ও ইউরোপিয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ও কূটনীতিকরা।
মঙ্গলবার খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ প্রতিনিধি ছাড়াও দলে ছিলেন যুক্তরাজ্য, জামার্নি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান ও ডেনমার্কের রাষ্ট্রদূতেরা।
বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ূম উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মার্কিন রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিরা তার কার্যালয়ে প্রবেশ করেন। পরে রাত ৮টা ৩৫ মিনিটে কূটনীতিকরা কার্যালয় ত্যাগ করেন।
নিউজবাংলাদেশ.কম/ আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম