‘পাকসখী খালেদা’
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘পাকসখী’ বলে অভিহিত করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়াকে ‘পাকসখী’ আখ্যায়িত করে মতিয়া বলেন, “বাংলাদেশ যখন উন্নয়নের পথে পাকসখী খালেদা জিয়া উন্নয়নকে বাধাগ্রস্থ এবং এ দেশকে তছনছ করতে মরিয়া হয়ে উঠেছে। তিনি উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পরীক্ষা ভণ্ডুল, পেট্রোল অবরোধ ও হরতালসহ ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এর নেতৃত্বে রয়েছেন পাকসখী খালেদা জিয়া।”
খালেদা জিয়া চান বাংলাদেশ পাকিস্তানের মতো আগুনের কাবাব হয়ে যাক উল্লেখ করে মতিয়া বলেন, “তা না হলে কেমন করে তিনি পেট্রোল বোমাকে উৎসাহিত করেন। এ আন্দোলনের সঙ্গে বিদেশিদের যোগসাজস পরিস্কার হয়ে যাচ্ছে। তারা মুক্তিযুদ্ধের বদলা নিতে চায়। এরা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়।”
মতিয়া বলেন, “জামায়াতকে সঙ্গে নিয়ে জানুয়ারি থেকে এ তাণ্ডবলীলা চালাচ্ছেন খালেদা। নিজেকে অবরুদ্ধ ও নাটকের নায়িকা হওয়া ছাড়া দেশবাসীকে আর কিছু উপহার দিতে পারছেন না। তারা বাংলাদেশকে সন্ত্রাসীদের তীর্থভূমি বানাতে চায়।”
এসময় মতিয়া তিনি তার বক্তব্যে আওয়ামী লীগ বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম