News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৮, ৩ মার্চ ২০১৫
আপডেট: ০৭:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০

সন্ত্রাস প্রতিরোধের নামে সন্ত্রাসী বাহিনী

সন্ত্রাস প্রতিরোধের নামে সন্ত্রাসী বাহিনী

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়া গুলশান অফিসে বসে নাশকতা করছেন। নাশকতা জোরদার করার জন্য পাড়ায় মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটির নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা হচ্ছে। রাজপথে বিএনপির কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায় না। তারা এখন নাশকতার জন্য জঙ্গি গোষ্ঠী আইএস ও মোল্লা ওমরের মতো গোপন স্থান থেকে আন্দোলনের বার্তা পাঠাচ্ছে।’

মঙ্গলবার সকালে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে আগামী ২৬ মার্চের মধ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

হাছান মাহমুদ বলেন, ‘আন্দোলনের নামে প্রায় দুই মাস ধবে বিএনপি নাশকতার পথ বেছে নিয়েছে। তাদের চোরাগোপ্তা পেট্রোল বোমা হামলায় এ পর্যন্ত ১২৭ জন প্রাণ হারিয়েছে। আর এই প্রত্যেকটি সন্ত্রাসের ঘটনায় খালেদা জিয়া প্রচলিত আইন অনুযায়ী হুকুমের আসামি। দেশের মানুষ যখন এই সন্ত্রাসী আন্দোলনকে প্রত্যাখান করেছে, সবকিছু যখন স্বাভাবিক হচ্ছে তখন আবারো পেট্রল বোমা হামলা জোরদার করা হচ্ছে। কিন্তু এভাবে হামলা করে কোনো লাভ হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য এর আগেও বেশকিছু গোষ্ঠী চোরাগোপ্তার পথ বেছে নিয়েছিল।

কিন্তু এখন দুরবীন দিয়েও তাদের খুঁজে পাওয়া যায় না। বিএনপিও শান্তির পথ ছেড়ে নাশকতার পথ বেছে নিয়েছে। এখন বিএনপির কোনো নেতাকর্মীকে খুঁজে যাচ্ছে না। বিএনপি যদি নাশকতা থেকে সরে না আসে তাহলে একদিন বিএনপিও নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদেরও দুরবিন দিয়ে খুঁজে যাওয়া যাবে না।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে ড. হাছান বলেন, ‘এখনো সময় আছে। আপনি নাশকতা-হামলার পথ ছেড়ে দিন। আইনের প্রতি সম্মান দেখিয়ে ৪ তারিখ আদালতে হাজির হোন। আদালত আপনাকে জামিন দিলেও দিতে পারেন। যদি আপনি নাশকতার পথ না ছাড়েন তাহলে সরকার আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তেব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘খালেদা জিয়া এখন দেশবিরোধী অপশক্তি জামায়াত-শিবিরের প্রধানের দায়িত্ব পালন করছেন। তার নির্দেশে দেশে পেট্রল বোমা হামলা হচ্ছে।’

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সভাপতি মজিবর রহমান মোল্লা বক্তব্য রাখেন।

নিউজবাংলাদেশ.কম/এসআই/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়