News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৬, ২ মার্চ ২০১৫
আপডেট: ১৪:১৮, ২৯ জানুয়ারি ২০২০

রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ীতে বোমা হামলা

রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ীতে বোমা হামলা

রাজশাহী সংবাদদাতা: রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসায় বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৯টার দিকে নগরীর উপশহর এলাকার বাস ভবনে এই হামলা চালানো হয়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

সাবেক মেয়র লিটন জানান, ‍‍‌‌‌‌‘‘তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বাড়ীতে তার স্ত্রী শাহীন আক্তার রিনি ও দুই কন্যা আছেন।’’

তাদের বরাত দিয়ে তিনি জানান, ‘‘বাড়ীর সদস্যরা সবাই খাবার টেবিলে ছিলেন। রাত ৯টার দিকে দুর্বৃত্তরা মোটর সাইকেলে চড়ে এসে একটি শক্তিশালী বোমা তার শয়ন কক্ষের দিকে ছুড়ে মারে। বোমাটি তার বাসার দ্বিতীয় তলার বারান্দায় জানালার কাঁচের উপর বিস্ফোরতি হয়। বিস্ফোরনের পর জানালার কিছু অংশ ভেঙ্গে যায়। এসময় বাড়ীতে আতংক ছড়িয়ে পড়ে। বাড়ীর সদস্যরা আতংকে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন।’’

এব্যাপারে বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘‘বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালাতে শুরু করেছে।``
    
নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়