News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৩, ২ মার্চ ২০১৫
আপডেট: ১৮:২৬, ১৭ জানুয়ারি ২০২০

যুবলীগ কর্মী হত্যায় প্রতিপক্ষের ঘরে আগুন

যুবলীগ কর্মী হত্যায় প্রতিপক্ষের ঘরে আগুন

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামে যুবলীগ কর্মী হত্যার জেরে হামলা চালিয়ে ৩টি ঘরে অগ্নিসংযোগ ও একটি ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।

সোমবার সকাল এগারটার দিকে মাঝি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঘরের মালিকরা হচ্ছেন- আব্দুল হক, মো. মামুন, সাহাব উদ্দিন ও রুবেল।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা গেছে, সকালে মুখোশধারী অজ্ঞাত ১০/১২জন যুবক অস্ত্র নিয়ে পশ্চিম মাইজদী গ্রামের মাঝি বাড়িতে হামলা চালায়। এসময় আতঙ্কে বাড়ির লোকজন পালিয়ে গেলে হামলাকারীরা ওই বাড়ির দিনমজুর আব্দুল হক, মামুন ও সাহাব উদ্দিনের ঘরে আগুন ধরিয়ে দেয় এবং নিহত যুবলীগ কর্মী লেদুর সাথে মোবাইল নিয়ে বিরোধকারী রুবেলের ঘরে আসবাবপত্র ব্যাপক হামলা ভাঙচুর করে। আগুনে ৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, যুবলীগ কর্মী রেদোয়ান হোসেন লেদুর হত্যার জেরে তার সমর্থকরা উত্তেজিত হয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মাইজদী ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহবুব আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম মাইজদী গ্রামে মাইজদী-সুজাপুর সড়কের তাহের মাষ্টারের পোলের গোড়া এলাকায় দোকান থেকে ডেকে নিয়ে রেদোয়ান হোসেন লেদু নামের এক যুবলীগ কর্মীকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিউজবাংলাদেশ.কম/ এমএ/ এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়