ভবিষ্যৎ ভেবে আতঙ্কে দেশের মানুষ: ড. কামাল
ঢাকা : দেশে এখন যে পরিস্থিতি চলছে তাতে ভবিষ্যতে কী হবে তা ভেবে আতঙ্কে দিন কাটাচ্ছে দেশের সাধারণ মানুষ। আন্দোলনের নামে যা চলছে তা সহিংসতা। বোমা মেরে, মানুষ পুড়িয়ে আন্দোলন অত্যাচারের মতো। গণতান্ত্রিক কোনো দলের আন্দোলন এমন হতে পারে না। একথা বলেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান শাসন ব্যবস্থার মধ্যে ঘাটতি রয়েছে জানিয়ে ড. কামাল বলেন, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার বিচার আজ পর্যন্ত হয়নি। সাংবাদিক সাগর-রুনি হত্যার আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। অভিজিৎ হত্যার সুরাহা হচ্ছে না। বন্ধ হচ্ছে না গুম-খুন।
সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সুন্দর এ দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। আমাদের সবাইকেই উঠে দাঁড়াতে হবে। কারণ সামনে আমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে সরকারকে সংবিধান পরিবর্তনের দরকার নেই। মানসিকতার পরিবর্তন করলেই চলবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, সুলতান মোহাম্মদ মনসুর, জেএসডির দফতর সম্পাদক এস এম আনছার উদ্দিন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম