বিএনপি ভুল বুঝতে পেরে সিটি নির্বাচনে অংশ নিচ্ছে: রফিক
ঢাকা: প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, বিএনপি ভুল বুঝতে পেরে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। এখন এই নির্বাচনে অংশ নেয়াটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে।
শনিবার বিকেলে রাজধানীর গুলশানে নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বাসায় তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
সিটি নির্বাচনের বিষয়ে রফিকুল হক বলেন, “আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেয়া উচিত। গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। কিন্তু এবার আর তারা সে ভুলটি করছে না।”
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে উল্লেখ করে প্রবীণ এ আইনজীবী বলেন, “সালাহ উদ্দিন আহমেদের পরিবারের বক্তব্য শুনে শতভাগ নিশ্চিত হওয়া যায় আইনশৃঙ্খলা বাহিনীই তাকে তুলে নিয়ে গেছে। আমার মনে হয় সালাহ উদ্দিন আহমেদকে একটি জায়গায় রাখা হয়েছে এবং তিনি বেঁচে আছেন, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। কিন্তু আবার ভয়ও হয়, যখন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর কথা মনে পড়ে।”
তিনি বলেন, “সালাহ উদ্দিন আহমদের সন্ধান দাবিতে তার পরিবার আদালতে যে রিট করেছে, সে রিটে সমস্ত সহায়তা করবো আমি।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সালাহ উদ্দিন আহমেদের মতো একজন রাজনীতিবিদ যদি গুম হয়ে যায়, তাহলে এ দেশে যে কোনো যে কোনো ব্যক্তিই গুম হয়ে যেতে পারে। এটা বাংলাদেশে কোনো ব্যাপারই না। তবে আমি আইজিপি শহীদুল হকের আশ্বাসে ভরসা রাখছি।”
নিউজবাংলাদেশ/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম