হরতাল নেই, রোববার বিক্ষোভ
ঢাকা: প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বাদের ৫দিনের টানা হরতাল থেকে সরে এসেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার হরতালের পরিবর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে হরতালের বদলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির আপদকালীন মুখপাত্র বরকতুল্লাহ বুলু।
বিবৃতিতে বুলু বলেন, “আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেফতারের পর বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধী দলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে পালন করতে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানানো হলো।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে
নিউজবাংলাদেশ.কম