শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্তরোধে ঐক্যবদ্ধ হোন: নানক
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “২০ দলীয় জোট জ্বালাও পোড়াও কর্মসূচির মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের যড়যন্ত্র করছে। এসব রুখে দিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শনিবার লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও বিদায় সংবর্ধনা, নবীন বরণ, বৃত্তি ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নানক বলেন, “বর্তমান সরকার নারী সমাজের ক্ষমতায়ন, জীবনমান উন্নয়ন ও সুশিক্ষিত দক্ষ নারী সমাজ উপহার দিতে বিগত ৬ বছরের বাজেটে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে আসছে। এসব উদ্যোগের কারণে লালমাটিয়া মহিলা কলেজ আজ দেশের মডেল নারী বিদ্যাপীঠে রূপান্তরিত হয়েছে।”
নবীন শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান রূপকল্প-২০২১ বাস্তবায়নে সুপ্ত মেধা, মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ সদ্ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
পরে নানক কৃতী শিক্ষার্থীদের স্বর্ণ, রৌপ্য পদক ও ক্রেস্ট প্রদান করেন। জাতীয় ক্রিকেট দলের কৃতী খেলোয়াড় তাসকিন আহমেদকেও সম্মাননা দেওয়া হয়।
কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপউপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সুফিয়া রহমান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম