‘শেখ হাসিনারও একদিন পতন হবে’
ঢাকা: হামলা-মামলা দিয়ে কেউ-ই ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি। শেখ হাসিনাও ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তারও একদিন পতন হবে। একথা বলেছেন পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমীন গাজী।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, ‘‘হাসিনা সরকার হামলা-মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের হয়রানি করছে। এ কারণে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারছে না। পালিয়ে বেড়াচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।’’
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, “আপনার বাবা শেখ মুজিবর রহমান একদেশ-একদলের কথা চিন্তা করেছিলেন। কিন্তু তার পরিণতি ভালো হয়নি। আপনিও একই ভুল করছেন। ক্ষমতায় চিরস্থায়ী হতে পারবেন না। চিরস্থায়ী হওয়ার চিন্তাও করবেন না।
তিনি আরো বলেন, “দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেব। সে লক্ষ্যেই আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলন চলবে।’’
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক), জাসসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম