News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫২, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে, তবে…

নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে, তবে…

ঢাকা: নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে, তবে সন্ত্রাসী হয়ে নির্বাচনে প্রার্থী হলে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ (ঢাকা মহানগর দক্ষিণ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, “নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরোপেক্ষ হবে। তবে কেউ যদি সন্ত্রাসী হয়েও নির্বাচেনে অংশ গ্রহণ করে এবং মনে করে রাজনীতি করে বলে তাকে কিছু বলা হবে না, তাহলে ভুল করবে। সন্ত্রাসী বা অপরাধী হলে কাউকেই ছাড় দেয়া হবে না।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনে আসবে ভালো কথা। কিন্তু নির্বাচনের নামে পেট্রোলবোমা মেরে, মানুষ পুড়িয়ে হত্যা করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্ট করা যাবে না। সেই সুযোগ দেয়া হবে না। সন্ত্রাস করে, ষড়যন্ত্র করে নির্বাচেনকে বানচল বা ভণ্ডুল করার চিন্তা করবেন না “

জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট উল্লেখ করে তিনি বলেন, “আমি মনে করি জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।”

কামরুল বলেন, “বিএনপি হলো মুক্তিযুদ্ধে পরাজিত ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে নিয়ে জিয়াউর রহমানের তৈরি একটি ককটেল দল।”

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকর মাহবুব হোসেনের উদ্দেশে তিনি বলেন, “আমরা কোনো ফাঁদ পাতি না । বিএনপি নিজেদের ফাঁদে নিজেরাই পা দেয়।”

সংগঠনের সভাপতি ড. বশির উল্লাহর সভাপতিত্বে আলোচান সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম আলো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়