জয়শঙ্করের সাথে দেখা করেনি বিএনপি
ঢাকা: একদিনের শুভেচ্ছা সফরে ঢাকায় এসেছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।
সোমবার একদিনের শুভেচ্ছা সফরে সকাল সাড়ে ৯ টায় ঢাকায় এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সকাল সোয়া ১১টায় পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অতিথির সম্মানে একটি ভোজেরও আয়োজন করা হয়।
এছাড়া বিকেলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন তিনি। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশের বিষয়টি চূড়ান্ত হবে বলে সূত্রে জানা গেছে।
এ দিকে বিকাল ৩টায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর থেকে সন্ধ্যায় সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সাক্ষাতের মধ্যে দুই ঘণ্টার বেশি সময় নিজের জন্য রাখেন জয়শঙ্কর। এ সময়ের মধ্যে বিএনপির একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
তবে জয়শংকরের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সঙ্গে দেখা করবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহলে নিউজবাংলাদেশকে জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বা তার দলের প্রতিনিধিদের সঙ্গে এ শুভেচ্ছা সফরে জয়শঙ্করের কোন আনুষ্ঠানিক বৈঠক নেই। ঢাকার ভারতীয় হাই-কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ভারতের নতুন বিদেশ-সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর একদিনের সফরে আজ বাংলাদেশে এসেছেন। দিনের শুরুতে থিম্পু থেকে দ্রুক এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। ২৯শে জানুয়ারি দায়িত্ব নেয়ার পর এটিই জয়শঙ্করের প্রথম বাংলাদেশ সফর।’
নিউজবাংলাদেশ.কম/ আরআর/ এমএম
নিউজবাংলাদেশ.কম