ইসিতে শত নাগরিকের প্রতিনিধি দল
ঢাকা: বিএনপি সমর্থক বিশিষ্ট নাগরিকদের সংগঠন ‘শত নাগরিক’– এর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করতে গেছে।
প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে দলটি কমিশনে যায়।
ছয় সদস্যের প্রতিনিধি দলে শত নাগরিকের সদস্যসচিব আবদুল হাই শিকদার, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ ও আইনজীবী ফাহিমা নাসরিন।
বুধবার সন্ধ্যায় এমাজউদ্দীন আহমেদের বাসায় ‘শত নাগরিক’ কমিটির বৈঠক হয়। বৈঠক সূত্রে জানা যায়, তারা সিটি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য ইসিকে তফসিল পেছানোর অনুরোধ জানাতে পারেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এজে
নিউজবাংলাদেশ.কম