News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৭, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১২, ১৮ জানুয়ারি ২০২০

ডিসিসি নির্বাচনের মনোনয়নপত্র কিনেছেন রনি

ডিসিসি নির্বাচনের মনোনয়নপত্র কিনেছেন রনি

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের মনোনয়নপত্র কিনেছেন ‘বিতর্কিত’ সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য ছিলেন।

আজ বুধবার দুপুরে রনির পক্ষ থেকে তার তিন সমর্থক এ মনোনয়নপত্র কেনেন। ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে গোলাম মাওলা রনি নিউজবাংলাদেশকে বলেন, ‘আমি মনে করছি নির্বাচন হবে। এবং বিএনপি-জামায়াতসহ সবাই এতে অংশগ্রহণ করবে।’

তিনি আরো বলেন, ‘সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই আমি এ নির্বাচনে বিজয়ী হবো।’

নিউজবাংলাদেশ.কম/এমএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়