News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৭, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন হাজী সেলিম

মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন হাজী সেলিম

ঢাকা: ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্যটি পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি।

মঙ্গলবার ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন হাজী সেলিম। সেদিন সন্ধ্যায় জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে তিনি বলেন, “আমি দুই একদিনের মধ্যেই পদত্যাগ করবো।” সংসদের একফাঁকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে পদত্যাগ পত্র নিয়ে যান হাজী সেলিম। বেরিয়ে এসে তার একান্ত সহকারী মহিউদ্দিন মোহাম্মদ বেলাল দাবি করেন, স্পিকার হাজী সেলিমের পদত্যাগ পত্র গ্রহণ করেননি।

পরে নিউজবাংলাদেশকে বেলাল বলেন, “স্যারের পদত্যাগ পত্র স্পিকার গ্রহণ করেননি। স্পিকার বলেছেন, আপনি স্বতন্ত্র জোটের সভাপতি। আপনি পদত্যাগ করলে স্বতন্ত্র জোট কাজ করবে কীভাবে?”

তবে বুধবার স্পিকার ড. শিরীন শারমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিউজবাংলাদেশকে বলেন, “পদত্যাগ করা না করা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ পদত্যাগ করতে চাইলে আমি অবশ্যই গ্রহণ করবো। তবে হাজী সেলিম সাহেব শুরু থেকেই দোটানায় ভুগছিলেন। তিনি মেয়র নির্বাচন করবেন কি করবেন না, এ নিয়ে সংশয়ে ছিলেন। এখন তো শুনছি তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।”

এদিকে একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী হাজী সেলিমকে ডেকে নির্বাচন না করার জন্য বলেন। প্রধানমন্ত্রীর কথাতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

এ বিষয়ে হাজী সেলিমের সঙ্গে মোবাইলে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিউজবাংলাদেশ.কম/এমএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়