News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৩, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

শিগগিরই পদত্যাগ করবেন হাজী সেলিম

শিগগিরই পদত্যাগ করবেন হাজী সেলিম

ঢাকা: সংসদ সদস্য পদ থেকে দুই একদিনের মধ্যে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সদস্য হাজী মোহাম্মদ সেলিম।
 
মঙ্গলবার দশম সংসদের পঞ্চম অধিবেশনে তিনি এ ঘোষণা দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিন্দ্বন্দ্বিতা করতে সংসদ সদস্য পদে থাকা যাবে না। সেজন্য হাজী সেলিমকে এ পদ ছাড়তে হচ্ছে।
 
তিনি বলেন, “হয়তো এই সংসদে আমি আর থাকবো না। আর এক, দুই দিনের মধ্যে আমি এই সংসদ থেকে পদত্যাগ করবো। তাই যাওয়ার আগে পুরুষ নির্যাতন বিরোধী একটি আইন করার দাবি জানাচ্ছি।”
 
উল্লেখ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে (ডিএসসিসি) হাজী সেলিম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজন্য তিনি মঙ্গলবার রিটার্নিং অফিসারের কাছে থেকে মনোনয়ন পত্রও সংগ্রহ করেছেন। হাজী সেলিম ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও দলীয় সমর্থন ছাড়াই তিনি মেয়র হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক মেয়র হানিফের পুত্র সাঈদ খোকনকে সমর্থন দেয়া হয়েছে।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়