আন্দোলনের নতুন রূপরেখা আসছে
ঢাকা: সরকারকে দাবি মানতে বাধ্য করতে নতুন রূপরেখায় আন্দোলন করার ইঙ্গিত দিয়েছে বিএনপি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির আপদকালীন মুখপাত্র বরকতুল্লাহ বুলু এ ইঙ্গিত দেন।
বুলু বলেন, ‘‘প্রতিহিংসা ও বিদ্বেষমূলক অপরাজনীতি থেকে বেরিয়ে এসে গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে ২০ দলীয় জোট আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে এবং অচিরেই দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করতে আন্দোলনের নতুন রুপরেখা ও কৌশল প্রত্যক্ষ করবে শাসকগোষ্ঠী।”
বিবৃতিতে আরও বলা হয়, “দেশের শতকরা ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চায়। সমগ্র জাতি আজ সেই লক্ষ্য পূরণের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে লিপ্ত। জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের বিজয় পতাকা উড়বেই ইনশাআল্লাহ।’’
নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম