News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৬, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

যুবসমাজই চলমান সমস্যার সমাধান করতে পারে: এমাজ উদ্দিন

যুবসমাজই চলমান সমস্যার সমাধান করতে পারে: এমাজ উদ্দিন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেছেন, “আজ দেশের অবস্থা সংকটময়, দেশে নানা সমস্যা আছে। এ সমস্যা দূর করতে পারে একমাত্র যুব সমাজ। তাই সকল সমস্যা সমাধানে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।”
 
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
 
এমাজউদ্দিন আহমেদ বলেন, “যেকোনো নির্বাচনের তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু আমরা দেখলাম তা অন্য জায়গা থেকে উচ্চারিত হল। যা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কাঙ্ক্ষিত নয়।”    
 
তিনি আরও বলেন “জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল। কিন্তু যে পরিবাটি এদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করছিল, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল আজ সে পরিবারের ওপর অবিচার করা হচ্ছে। পাকিস্তান আর ভারতের মতো আলোচনা পর্যালোচনা করে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়নি। এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম লাভ করেছে বাংলাদেশ।”
 
যুব সমাজের উদ্দেশে তিনি বলেন,“আমাদের এই দেশে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে। যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতেও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।”
 

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন-ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক দিনকালের সম্পাদক ড. রেজোয়ানা সিদ্দিকি, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর দেলোয়ার হোসেন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়