News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৬, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

নির্যাতনে সাময়িক শান্তি হবে, শেষ রক্ষা হবে না

নির্যাতনে সাময়িক শান্তি হবে, শেষ রক্ষা হবে না

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চেীধুরী বলেছেন, “গণতন্ত্র রক্ষার নামে এই সরকার জনগণের ওপর যে নির্যাতন করছে তাতে করে সাময়িক শান্তি পেতে পারে, কিন্তু শেষ রক্ষা হবে না।
 
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবেরে ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের আয়োজনে ‘স্বাধীন সাংবাদিকতা বিপন্ন মানবতা, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বি. চৌধুরী বলেন, “রাজনৈতিক যে সমস্যা সৃষ্টি হয়েছে তার মূল নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার জনগণের ওপর যে ‍নির্যাতন করছে তাতে তারা সাময়িক শান্তির মধ্যে থাকতে পারে, কিন্তু শেষ রক্ষা তাদের হবে না।”

তিনি বলেন, “পৃথিবীতে ‍যত রাজনৈতিক সমস্যার সমাধান হয়েছে তার সবগুলোই হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে। কিন্তু বর্তমান সরকার সংলাপ চায় না। সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান না হলে দেশে যুদ্ধ বাধার আশঙ্কা আছে।”


অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কবি আবদুল হাই শিকদার বলেন, “সরকার সাংবাদিকদের বাক-স্বাধীনতা হরণ করেছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ ২৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। কিন্তু একজনেরও বিচার হয়নি।”

তিনি আরো বলেন, “সরকারের বিরুদ্ধে যে-ই কথা বলবে তাকেই গুম হত্যা করা হচ্ছে।”

সরকারকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনসহ অনেক মানুষকে সরকারি বাহিনী তুলে নিয়ে গেছে। কিন্তু তারা স্বীকার করছে না। তাই সরকারকে বলবো এসব বাদ দিন, সংলাপে বসুন নির্বাচন দিন।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়