News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৮, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

দেশি-বিদেশি গোষ্ঠী ষড়যন্ত্র করছে

দেশি-বিদেশি গোষ্ঠী ষড়যন্ত্র করছে

ঢাকা: দেশের অগ্রগতি থামিয়ে দিতে দেশি-বিদেশি স্বার্থবাদী গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং সাম্প্রদায়িকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, “বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, হরতাল অবরোধ করে, ককটেল মেরে, পেট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে কোনোভাবেই দেশের অগ্রগতি থামিয়ে দেয়া যাবে না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা যাবে না।”

অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুল সোবহান গোলাপ বলেন, “প্রধানমন্ত্রী  শেখ হাসিনা যখন নিজামী, বাচ্চু রাজাকার সাঈদীসহ   যুদ্ধাপরাধীদের, মানবতাবিরোধীদের বিচার করছে তখন তিনি (বেগম খালেদা জিয়া) তাদেরকে এবং তার দুর্নীতিবাজ ছেলেকে বাঁচানোর জন্য আজকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছেন।”

তিনি বলেন, “যখন বিশ্বের বুকে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠছে বিশ্বের বুকে বাংলাদেশ উন্নতির স্বীকৃতি পাচ্ছে ঠিক তখন বিএনপি জোট হরতাল অবরোধ করে মানুষ পুড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।”

জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, “হরতাল-অবরোধ অগ্নিসংযোগের যে রাজনীতি তার গ্রহণযোগ্যতা জনগণের মাঝে নেই। তারপরও তারা এই ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে যাচ্ছে।”

সিটি করপোরেশন নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “বর্তমানে বিএনপি একটি দ্বিধান্বিত অবস্থানে আছে। তাদেরকে বলবো বোমাবাজির রাজনীতি ছাড়ুন এবং গণতন্ত্রের রাজনীতিতে আসুন।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধনমন্ত্রীর বিশেষ সহকারী আবুল সোবহান গোলাপ, জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, এম.এল এর কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট বিরেন সাহা প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়