আন্দোলন ‘জনবিচ্ছিন্ন’, তাই দলত্যাগ
দিনাজপুর: রাজনৈতিক ‘জনবিচ্ছিন্ন’ আন্দোলন চালিয়ে নেতাকর্মীদের বিপন্নতার মুখে ঠেলে দেয়ার প্রতিবাদে দল ছাড়ার ঘোষণা দিলেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সৈয়দ জাকির হোসেন বাবু।
সোমবার গণমাধ্যমে নিজের স্বাক্ষরযুক্ত সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, “চলমান ২০ দলীয় জোটের আন্দোলন কর্মসূচি সরকারকে দুর্বল বা পতনের দিকে না নিয়ে বরং সরকারকে এ আন্দোলন দমন করতে সহায়তা করছে। আজ শত শত নেতাকর্মী গুম-খুন ও নিখোঁজ, হাজার হাজার নেতাকর্মী কারাগারে, লাখ লাখ নেতাকর্মী সমর্থক পরিবার ও ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে।”
বিএনপির অযৌক্তিক আন্দোলন ও নেতৃত্বের দুর্বলতার কারণে সরকার আজ বেপোরোয়া হয়ে উঠছে। সরকার এই আন্দোলনকে কোনো পাত্তা না দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করছে। সরকারের মারমুখী অবস্থানে বিএনপি নেতাকর্মীরা বর্তমানে অসহায় ও বিপন্ন হয়ে পড়েছে, তবুও কেন্দ্রীয় নেতৃত্ব বাস্তবতাকে উপলব্ধি না করে দল ও জনসম্পৃক্ততাহীন কর্মসূচি একগুয়েমীভাবে চালিয়ে যাচ্ছে, যে কারণে জনসম্পৃক্ততাহীন আন্দোলন ও সংগ্রামের সঙ্গে আমি সৈয়দ জাকির হোসেন বাবু, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি ও সদস্য জেলা বিএনপি পদ-পদবী সহ সকল প্রকার সম্পর্ক ছিন্ন করছি। আমার সঙ্গে এখন থেকে আর বিএনপির রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সম্পৃক্ততা থাকবে না।”
উল্লেখ্য, চলমান আন্দোলনে জেলা ও পৌর বিএনপির বেশ কয়েকজন নেতা আটক হলেও সৈয়দ জাকির হোসেন বাবু কখনো আটক হননি। তবে তার নামে মামলা রয়েছে। দিনাজপুরে বর্তমানে জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল মিলনসহ বেশ কয়কজন নেতা জেলহাজতে রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম