News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

সরকার মরণ খেলায় মেতে উঠেছে: ২০ দল

সরকার মরণ খেলায় মেতে উঠেছে: ২০ দল

ঢাকা: আওয়ামী লীগ সরকার ক্ষমতা হাতছাড়া না করতে রাষ্ট্রীয় শক্তির অপপ্রয়োগের মরণ খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছে ২০ দল। পাশাপাশি সরকার গদি রক্ষার জন্য হিটলার-মুসোলিনীর কঠোরতাকেও হার মানিয়েছে বলেও অভিযোগ করে জোটটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু একথা বলেন।

তিনি বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হাতছাড়া না করতে এখন রাষ্ট্রীয় শক্তির অপপ্রয়োগের মরণখেলায় মেতে উঠেছে। দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে হিটলার-মুসোলিনীর গুপ্ত বাহিনীর আদলে দেশের ঐতিহ্যবাহী আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে দেশকে চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে নিপতিত করেছে।”

বিএনপির এই আপদকালীন মুখপাত্র বলেন, “সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন নিপীড়ণের মহোৎসবে মেতে উঠেছে। আর তারই ধারাবাহিকতায় বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আজ থেকে ১৩ দিন আগে অপহরণ করে নিখোঁজ রাখা হয়েছে।”

বুলু বলেন, “বাড়ির ভেতরে কিংবা বাইরে কোথাও কোনো নাগরিকের জীবন-জীবিকা এখন শঙ্কামুক্ত নয়। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোনো নেতা-কর্মীকে বেআইনিভাবে ধরতে গিয়ে তাকে না পেয়ে পরিবারের নিরপরাধ সদস্যকে আটক ও তাদের সঙ্গে অশালীন আচরণ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মনে হয় স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা যেন এক মগের মুল্লুকে বসবাস করছি।”

বিবৃতিতে তিনি ২০ দলীয় জোট ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়