‘হাজী সেলিম খারাপ নয়’
ঢাকা: সাঈদ খোকন নয়, হাজী সেলিমকে দলীয় সমর্থন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে তদবির করেছেন একাধিক মন্ত্রী। তারা বলেছেন, “প্রার্থী হিসেবে হাজী সেলিম খারাপ নয়।”
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে হাজী সেলিমকে সমর্থন দেয়ার বিষয়টি আলোচনায় আসে।
বৈঠক শেষে দু’জন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে নিউজবাংলাদেশকে বলেন, “আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র পদে দলীয় প্রার্থীর সমর্থন নিয়ে ভিন্ন ভিন্ন মত দেন একাধিক মন্ত্রী। তবে অধিকাংশ মন্ত্রী সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী সেলিমকে সমর্থন দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। এর মধ্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রয়েছেন। তারা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ যাতে হাতছাড়া না হয় সেজন্য হাজী সেলিমকে সমর্থন দেয়ার অনুরোধ জানান।
তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে কোনো কোনো মত জানাননি।
ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, “সব দল (বিএনপিসহ) আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে।”
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কাজ শুরু করার জন্য সাঈদ খোকন ও আনিসুল হককে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন রাতে সাঈদ খোকন ও আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন। এসময় প্রধানমন্ত্রী তাদেরকে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াই করার জন্য নির্দেশ দেন।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফএ
নিউজবাংলাদেশ.কম